ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

কোহলি আমাকে ইমরান খানকে মনে করিয়ে দেয়: শাস্ত্রী

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট হাতে ক্রিকেট বিশ্ব শাসন করছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবেও সফল তিনি। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। তার অসাধারণ নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষেই প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে ভারত।

অধিনায়কের এমন লড়াকু মানসিকতায় ভীষণ মুগ্ধ রবি শাস্ত্রী। এতটাই বিমুগ্ধ যে, পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের নেতৃত্বগুণের সঙ্গে তার তুলনা করলেন ভারতীয় কোচ।

১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেন ইমরান খান। তার অসামান্য নেতৃত্বগুণে সেবার বিশ্বকাপ জেতে নন-ফেবারিট দলটি। যা পাকিস্তানের প্রথম ও শেষ ওয়ানডে শিরোপা হয়ে রয়েছে।

শাস্ত্রী মনে করেন, কোহলিও সেরকম দৃষ্টান্ত স্থাপন করবেন। তা কেবল সময়ের ব্যাপার।

তিনি বলেন, এখনও বিরাট শিখছে। সে এখনও তরুণ। তবে এরই মধ্যে অধিনায়ক হিসেবে নিজের মেধা-যোগ্যতার প্রস্ফুটন ঘটিয়েছে। ও আমাকে ইমরান খানকে স্মরণ করিয়ে দেয়। তার মধ্যে প্রচুর নেতৃত্বগুণ আছে। যা নেতা হিসেবে খান সাহেবের মধ্যে ছিল। এসব সত্যিই চমৎকার।

শাস্ত্রী বলেন, প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করা, প্রতিযোগিতা করা, যেকোনো পরিস্থিতিতে লড়াই করার মানসিকতা ইমরান খানের ছিল। নিজের এ মানসিকতা দলের অন্যদের ওপর ছড়িয়ে দিতেন। সতীর্থদের কাছ থেকে সেরাটা বের করে আনতেন। এসব করতে দারুণ পারদর্শী কোহলিও। একদিন সেও বিশ্ব জয় করবে, সর্বজয়ী অধিনায়ক হবে।

দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন বিরাট। চার সেঞ্চুরিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ মিলে করেছেন ৮৭১ রান। রেকর্ড মাস্টারের এ অর্জনকে অবিশ্বাস্য অর্জন বলে অভিহিত করেছেন শাস্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

কোহলি আমাকে ইমরান খানকে মনে করিয়ে দেয়: শাস্ত্রী

আপডেট সময় ০৫:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট হাতে ক্রিকেট বিশ্ব শাসন করছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবেও সফল তিনি। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। তার অসাধারণ নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষেই প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে ভারত।

অধিনায়কের এমন লড়াকু মানসিকতায় ভীষণ মুগ্ধ রবি শাস্ত্রী। এতটাই বিমুগ্ধ যে, পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের নেতৃত্বগুণের সঙ্গে তার তুলনা করলেন ভারতীয় কোচ।

১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেন ইমরান খান। তার অসামান্য নেতৃত্বগুণে সেবার বিশ্বকাপ জেতে নন-ফেবারিট দলটি। যা পাকিস্তানের প্রথম ও শেষ ওয়ানডে শিরোপা হয়ে রয়েছে।

শাস্ত্রী মনে করেন, কোহলিও সেরকম দৃষ্টান্ত স্থাপন করবেন। তা কেবল সময়ের ব্যাপার।

তিনি বলেন, এখনও বিরাট শিখছে। সে এখনও তরুণ। তবে এরই মধ্যে অধিনায়ক হিসেবে নিজের মেধা-যোগ্যতার প্রস্ফুটন ঘটিয়েছে। ও আমাকে ইমরান খানকে স্মরণ করিয়ে দেয়। তার মধ্যে প্রচুর নেতৃত্বগুণ আছে। যা নেতা হিসেবে খান সাহেবের মধ্যে ছিল। এসব সত্যিই চমৎকার।

শাস্ত্রী বলেন, প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করা, প্রতিযোগিতা করা, যেকোনো পরিস্থিতিতে লড়াই করার মানসিকতা ইমরান খানের ছিল। নিজের এ মানসিকতা দলের অন্যদের ওপর ছড়িয়ে দিতেন। সতীর্থদের কাছ থেকে সেরাটা বের করে আনতেন। এসব করতে দারুণ পারদর্শী কোহলিও। একদিন সেও বিশ্ব জয় করবে, সর্বজয়ী অধিনায়ক হবে।

দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন বিরাট। চার সেঞ্চুরিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ মিলে করেছেন ৮৭১ রান। রেকর্ড মাস্টারের এ অর্জনকে অবিশ্বাস্য অর্জন বলে অভিহিত করেছেন শাস্ত্রী।