আকাশ বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো একই মঞ্চে গান পরিবেশন করতে যাচ্ছেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত গায়ক কুমার শানু ও বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এফ এ সুমন। আগামী ১০ মার্চ ভারতের আসামে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি।
আসামের ডুবরীতে ‘টাউন ক্লাব আসাম’ আন্তর্জাতিক মানের এই ওপেন কনসার্টটি আয়োজন করে।
অনুষ্ঠানটি সম্পর্কে এফ এ সুমন বলেন, আমি দেশের বাইরে অনেক কনসার্ট করে থাকি। একেক জায়গার অনুভূতি একেক রকম। এই প্রথমবারের মতো আসামে কনসার্ট করতে যাচ্ছি। তবে ভালো লাগার বিষয় হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত গায়ক কুমার শানুর সঙ্গে একই মঞ্চে একই সঙ্গে গান পরিবেশন করব।
‘জানরে তুই’ গানটি দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌছে যান এফ এ সুমন। গানটি ইউটিউবে ২২ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। এটি অডিও গানে দুই বাংলার কোনো শিল্পীর ক্ষেত্রে একটি
আকাশ নিউজ ডেস্ক 























