অাকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাবেদ মিয়া নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাইতলা গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জাবেদ মিয়া উপজেলার পূর্ব কাইতলা গ্রামের ইদন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাত আটটার দিকে জাবেদকে গ্রেপ্তার করে শিবপুর ফাঁড়ির পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গভীর রাতে কাইতলা হাওর ব্রিজের কাছে অস্ত্র উদ্ধার করতে গেলে জাবেদের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় প্রতিপক্ষের গুলিতে জাবেদ গুলিবিদ্ধ হয়। এছাড়া আহত হয় পাঁচ পুলিশ সদস্য। গুলিবিদ্ধ জাবেদকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দশটি কার্তুজ ও তিনটি রামদা উদ্ধার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার বলেন, নিহত জাবেদের বিরুদ্ধে থানায় ডাকাতি ও হত্যাসহ নয়টি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























