অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাপুকুরে পারিবারিক কলহে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত নুর আলম (২৫) উপজেলার রানীপুকুর ইউনিয়নের অভিরাম নুরপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
এলাকবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শনিবার বিকালে নুর আলমের সঙ্গে বাড়ির লোকজনের ঝগড়া বাঁধে। এরপর ওই যুবক রাগ করে বাইরে চলে যান। সন্ধ্যায় শয়ন ঘরে শুয়ে পড়েন। রাতে আশপাশের লোকজন জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























