অাকাশ জাতীয় ডেস্ক:
মাদক আইনকে শক্তিশালী ও বেগবান করতে আগামী ১৩ মার্চ আন্তঃমন্ত্রণালয় সভায় খসড়া চূড়ান্ত করা হবে বলে জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাদকের বিস্তার রোধে জনসচেতনতা গড়ার ১ মার্চ থেকে সারাদেশে মাদকবিরোধী ‘তথ্য অভিযান’ সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় জামাল উদ্দিন বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এ অভিযান। এছাড়াও মিডিয়ার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করলে মাদক প্রতিরোধ সম্ভব হবে। মাদক আইনকে আরো শক্তিশালী ও বেগবান করতে ১৩ মার্চ খসড়া চূড়ান্ত করার জন্য আন্তঃমন্ত্রণালয়ে একটি সভা রয়েছে। আশা করছি, এরপর এটি ক্যাবিনেটে যাবে। আমরা খুব দ্রুততার সঙ্গে মাদক আইন শক্তিশালী করার আশা প্রকাশ করছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমার থেকে মাদক আসা বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগেই মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আমরা আশা করেছি, এ ব্যাপারে মিয়ানমার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তারা আমাদের মৌখিকভাবে আশ্বাস্ত করলেও কার্যক্রমের দিক দিয়ে কোনো ইতিবাচক সাড়া লক্ষ্য করছি না বলে জানান এই কর্মকর্তা।
জেলখানার অভ্যন্তরে কতো মাদকাসক্ত রয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে অধিদপ্তরের কাছে সুনিদিষ্ট কোনো তথ্য নেই। এমনকি দেশে কতো মাদকাসক্ত রয়েছে- তা নিয়েও কোনো সার্ভে বা গবেষণা হয়নি।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে কর্মীরা নানা কাজের জন্য মন্ত্রণালয়ের জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন এবং অধিদপ্তরেও জবাবদিহি করছেন। কেউ যদি কাজে গাফিলতি ও দায়িত্ব অবহেলা করেন, তাহলে তাদের অধিদপ্তরে চাকরিতে রাখা হবে না।
আকাশ নিউজ ডেস্ক 
























