আকাশ স্পোর্টস ডেস্ক:
ভারতের ক্রিকেটপ্রেমীরা তাদের প্রিয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান!
দ্রাবিড়কে নিয়ে ভারতীয়দের এমন আবেগতাড়িত হওয়ার কারণ কী? এর পেছনে দায়ী স্বয়ং দ্রাবিড়ই। সবাই যখন নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন, দ্রাবিড় তখন দাঁড়িয়েছেন সমতার পক্ষে।
অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার জন্য ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। কোচিং স্টাফের বাকি সদস্যদের ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করায় রেগে গিয়েছিলেন দ্রাবিড়। ‘দ্য ওয়াল’-এর দাবি, দলের সবাই সমান পরিশ্রম করেছেন, তাই সবারই সমান পারিশ্রমিক পাওয়া উচিত।
দ্রাবিড়ের এহেন যুক্তি মেনে নেয় বোর্ড। সবাইকে সমান টাকা দেয়া হবে বলে স্থির হয়। ভারতের ক্রিকেটপ্রেমীরা দ্রাবিড়ের এই পদক্ষেপে মোহিত হয়ে গিয়েছেন। টুইটারে দ্রাবিড়ের হয়ে প্রচার শুরু করে দেন- ‘রাহুল দ্রাবিড় ফর পিএম!’
শুধু ভক্তরা কেন, বলিউডের গায়ক বিশাল দাদলানি টুইট করেছেন, ‘প্রধানমন্ত্রী পদের জন্য দয়া করে আমরা কি দ্রাবিড়কে নির্বাচিত করতে পারি? শুনতে অবাক লাগলেও এ ধরনের মানুষকেই দেশের প্রয়োজন- যিনি অন্যের যত্ন নেবেন। আমরা অনেক কিছু শিখতে পারি। কিন্তু শিষ্টাচার ও দয়া হৃদয় থেকে আসে।’
আকাশ নিউজ ডেস্ক 
























