অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে বাবা বকুনি দেয়ায় অভিমানে বিষপানে স্কুলছাত্রের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বিকালে বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জীবন মিয়া (১৬) উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের ফুল মিয়া ওরফে আব্দুল গনি মিয়ার ছেলে ও তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জীবনকে ভালো করে পড়াশোনা করার জন্য তার বাবা গালি দিলে সে সবার অগোচরে বিষপান করে আত্মহত্যা করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























