ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক শরীফের

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভোররাতে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৩ ওভারে। তখনই ধারণা করা হচ্ছিল- গাজী গ্রুপ ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। তা প্রতীয়মাণ হল মোহাম্মদ শরীফের বোলিংয়ে। লিস্ট ‘এ’-তে অসাধারণ বোলিংয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। শুধু তাই নয়, করলেন ক্যারিয়ারসেরা বোলিং। তার দাপুটে বোলিংয়ের সুবাদে টান টান উত্তেজনার ম্যাচে ৫ উইকেটে জিতেছে রূপগঞ্জ।

বিকেএসপিতে টস জিতে গাজী গ্রুপকে ব্যাটিংয়ে পাঠায় লিজেন্ডস অব রূপগঞ্জ।৩২ ওভারে গাজীর স্কোর দাঁড়ায়১৮৬/৭। আসল নাটকটা জমে শেষ ওভারেই। ৩৩তম ওভারের প্রথম বলে চার মেরে শরীফকে স্বাগত জানান রাজিবুল ইসলাম। এতে ২০০ পেরোনোর স্বপ্ন দেখে গাজী। তবে দ্বিতীয় বলে রাজীবকে ফিরিয়ে প্রতিশোধ নেন শরীফ। এতেই ক্ষ্যান্ত হননি তিনি। পরের দুই বলে নাদিফ চৌধুরী ও রুহেল আহমেদকে তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এ পেসার। এ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’তে দ্বিতীয় হ্যাটট্রিকের কীর্তি গড়লেন শরীফ। সেই সঙ্গে গাজীকে ১৯০ রানে বেঁধে দেন জাতীয় দলের সাবেক এ ডানহাতি পেসার।

এদিন শরীফের বোলিং ফিগার ৬.৪-০-৩৩-৬। লিস্ট ‘এ’ক্যারিয়ারে এটি তার সেরা বোলিং। এর আগে ২০১৬ সালে গাজী গ্রুপের হয়েলিস্ট ‘এ’তে প্রথম হ্যাটট্রিক করেন তিনি।

জবাবে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রূপগঞ্জ। ৬১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন পারভেজ রাসুল। তবে রেকর্ডগড়া বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে শরীফের হাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক শরীফের

আপডেট সময় ১১:৪৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভোররাতে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৩ ওভারে। তখনই ধারণা করা হচ্ছিল- গাজী গ্রুপ ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। তা প্রতীয়মাণ হল মোহাম্মদ শরীফের বোলিংয়ে। লিস্ট ‘এ’-তে অসাধারণ বোলিংয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। শুধু তাই নয়, করলেন ক্যারিয়ারসেরা বোলিং। তার দাপুটে বোলিংয়ের সুবাদে টান টান উত্তেজনার ম্যাচে ৫ উইকেটে জিতেছে রূপগঞ্জ।

বিকেএসপিতে টস জিতে গাজী গ্রুপকে ব্যাটিংয়ে পাঠায় লিজেন্ডস অব রূপগঞ্জ।৩২ ওভারে গাজীর স্কোর দাঁড়ায়১৮৬/৭। আসল নাটকটা জমে শেষ ওভারেই। ৩৩তম ওভারের প্রথম বলে চার মেরে শরীফকে স্বাগত জানান রাজিবুল ইসলাম। এতে ২০০ পেরোনোর স্বপ্ন দেখে গাজী। তবে দ্বিতীয় বলে রাজীবকে ফিরিয়ে প্রতিশোধ নেন শরীফ। এতেই ক্ষ্যান্ত হননি তিনি। পরের দুই বলে নাদিফ চৌধুরী ও রুহেল আহমেদকে তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এ পেসার। এ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’তে দ্বিতীয় হ্যাটট্রিকের কীর্তি গড়লেন শরীফ। সেই সঙ্গে গাজীকে ১৯০ রানে বেঁধে দেন জাতীয় দলের সাবেক এ ডানহাতি পেসার।

এদিন শরীফের বোলিং ফিগার ৬.৪-০-৩৩-৬। লিস্ট ‘এ’ক্যারিয়ারে এটি তার সেরা বোলিং। এর আগে ২০১৬ সালে গাজী গ্রুপের হয়েলিস্ট ‘এ’তে প্রথম হ্যাটট্রিক করেন তিনি।

জবাবে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রূপগঞ্জ। ৬১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন পারভেজ রাসুল। তবে রেকর্ডগড়া বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে শরীফের হাতে।