আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ সময়ানুযায়ী রাত ১০ টায় মাঠে নামছেন মুস্তাফিজ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম ম্যাচে উড়তে থাকা করাচি কিংসের বিপক্ষে রাতে মাঠে নামছে ছন্দ খুঁজতে থাকা মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স।
আসরে দুই ম্যাচ খেলে ব্যাটিং ব্যর্থতায় দুটোতেই হারতে হয়েছে মুস্তাফিজদের লাহোরকে। বড় ব্যবধানে দুই ম্যাচ হারার প্রভাব পড়েছে পয়েন্ট তালিকায়। যার ফলে সবার নিচে অবস্থান দলটির। অন্যদিকে দুই ম্যাচের সবকয়টিতে জিতে পয়েন্ট টেবিলে বিপরীত চিত্র করাচি কিংসের। তারকার হাট বসা দলটির সবাইকে ছাপিয়ে রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে।
এ ম্যাচ জিতে তাই শহিদ আফ্রিদিদের লক্ষ্য থাকবে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান মজবুত করার। অন্যদিকে, অধরা জয়ের সন্ধানে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে মনোঃনিবেশ ব্রেন্ডন ম্যাককালামদের।
এখন পর্যন্ত অভিষেক আসরে দল সাফল্য না পেলেও নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন কাটার-মাস্টার খ্যাত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেস বোলার মুস্তাফিজুর রহমান। ২২ বছর বয়সী বাঁহাতি এ বোলার দুই ম্যাচে অংশ নিয়ে সুযোগ পেয়েছেন ৬ ওভার বল করার। যেখান থেকে তিনি মাত্র খরচ করেছেন ৩২ রান বিপরীতে উইকেট নিয়েছেন দুটি।
ফিল্ডারদের ব্যর্থতায় আপাতত তার নামের পাশে মাত্র দুটো উইকেট থাকলেও তিনি যে কতটা ভয়ঙ্কর তার আভাস ইতোমধ্যে দলগুলোকে জানিয়ে দিয়েছেন তিনি। পিএসএল অভিষেকে আলাদাভাবে নজর কাড়েন এ পেসার। নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে কৃপণতার পরিচয় দিয়ে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ঐ ম্যাচে বাকি বোলাররা পাত্তা না পেলেও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছ থেকে সম্মান আদায় করে নেন তিনি। তার দুই উইকেট শিকারের মধ্যে আহমেদ শেহজাদ ও কুমার সাঙ্গাকারার মতো ব্যাটসম্যানদের নাম রয়েছে।
দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় অল্প পুঁজিতে নিজের কোটা পূরণ করতে না পারলেও নতুন স্বপ্ন আর লক্ষ্য নিয়ে আজকের ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























