অাকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বিল থেকে উপজেলার ধরখার ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নোয়াপাড়া এলাকায় বিলের মধ্যে যায় স্থানীয় কৃষকরা। এসময় জমিতে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পায় তারা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
দুর্বৃত্তরা ৫-৬ দিন আগে ওই যুবককে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। তবে ওই যুবকের নাম পরিচয় ও হত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।
আখাউড়া থানার এসআই মো.দেলোয়ার হোসেন দৈনিক আকাশকে জানান, যুবকের পরিচয় এবং হত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























