অাকাশ জাতীয় ডেস্ক:
সাভারে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাভারের সোবহানবাগ এলাকার জনৈক এখলাস উদ্দিনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যার দায়ে তার স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত হাসিনা বেগম (৩০) দিনাজপুর জেলার খানসামা থানার টংগুয়া গ্রামের গরু ব্যবসায়ী আহসান হাবিবের স্ত্রী। তাদের সংসারে হাফিজ উদ্দিন শিহাব নামে ১০ মাস বয়সের এক শিশুসন্তান রয়েছে। তারা সাভারে ভাড়াবাড়িতে থাকত।
পুলিশ জানায়, দুপুরে নিজ ভাড়া ঘরের একটি কক্ষে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার এসআই আবুল কাসেম, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত ছিল। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























