অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩২) নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার নূনেরটেক এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। এতে তার ছোট ভাই জাকির হোসেন আহত হন।
জাকির হোসেন জানান, প্রতিদিনের মতো তার বড় ভাইকে নিয়ে তিনি মাছ ধরার জাল তুলতে যান। ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ একটি বজ্রপাত তাদের নৌকায় আছড়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তার বড় ভাই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় সে নিজেও আহত হয়। এ সময় তাদের ব্যবহৃত মাছ ধরার নৌকাটিও ক্ষতিগ্রস্ত হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























