ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বৃদ্ধাকে হত্যা করে রান্নাঘরে রেখে গেল লাশ

আকাশ জাতীয় ডেস্ক : 

খুলনার পাইকগাছায় শ্রীলেখা (৬২) নামে এক বৃদ্ধাকে খুন করে রান্নাঘরে ফেলে রেখে গেছে খুনি বা খুনিরা। মঙ্গলবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহত শ্রীলেখা উপজেলার সোলাদানা ইউনিয়নের পশ্চিম দীঘা গ্রামের মৃত ফনিন্দ্র নাথ সানার (ফনি আমিন) স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহতের এক ছেলে ও এক মেয়ে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। বাড়ির জায়গা জমি সবকিছু ওই বৃদ্ধা কাজের লোক দ্বারা দেখাশোনা করেন। ভবনে ঘুমালেও তার লাশটা পড়েছিল রান্নাঘরে। তার মাথায় কোপের চিহ্ন, ঘাড়ে পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। মাথার কাছে দা, কুড়াল ও হাতুড়ি ছিল। সকাল সাড়ে ৯টার দিকে কাজের লোকটা বাড়িতে এসে তাকে ডাকতে থাকেন। ডাকে না পেয়ে তার স্ত্রীকে পাঠিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করা হয় বলে জানা যায়।

কাজের লোকের স্ত্রী প্রথমে লাশটি দেখে এলাকার লোকজনকে জানান বলে জানা যায়। পুলিশ দুপুরের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক বলেন, এ বয়সে এমন একজন ব্যক্তিকে কেউ খুন করতে পারে ভাবতে অবাক লাগে।

সহকারী পুলিশ কমিশনার ডি-সার্কেল আমীর হামজা ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় বৃদ্ধাকে হত্যা করে রান্নাঘরে রেখে গেল লাশ

আপডেট সময় ০৯:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক : 

খুলনার পাইকগাছায় শ্রীলেখা (৬২) নামে এক বৃদ্ধাকে খুন করে রান্নাঘরে ফেলে রেখে গেছে খুনি বা খুনিরা। মঙ্গলবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহত শ্রীলেখা উপজেলার সোলাদানা ইউনিয়নের পশ্চিম দীঘা গ্রামের মৃত ফনিন্দ্র নাথ সানার (ফনি আমিন) স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহতের এক ছেলে ও এক মেয়ে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। বাড়ির জায়গা জমি সবকিছু ওই বৃদ্ধা কাজের লোক দ্বারা দেখাশোনা করেন। ভবনে ঘুমালেও তার লাশটা পড়েছিল রান্নাঘরে। তার মাথায় কোপের চিহ্ন, ঘাড়ে পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। মাথার কাছে দা, কুড়াল ও হাতুড়ি ছিল। সকাল সাড়ে ৯টার দিকে কাজের লোকটা বাড়িতে এসে তাকে ডাকতে থাকেন। ডাকে না পেয়ে তার স্ত্রীকে পাঠিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করা হয় বলে জানা যায়।

কাজের লোকের স্ত্রী প্রথমে লাশটি দেখে এলাকার লোকজনকে জানান বলে জানা যায়। পুলিশ দুপুরের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক বলেন, এ বয়সে এমন একজন ব্যক্তিকে কেউ খুন করতে পারে ভাবতে অবাক লাগে।

সহকারী পুলিশ কমিশনার ডি-সার্কেল আমীর হামজা ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।