আকাশ স্পোর্টস ডেস্ক:
লা লিগার ম্যাচে শনিবার রাতে জিরোনার বিপক্ষে মাঠে নামার আগে একটি দুঃসংবাদ পেয়েছিলেন মেসি। ম্যাচ শুরুর আগেই নানা হারানোর খবর পান আর্জেন্টাইন এই সুপারস্টার। তবে বুকের ভেতর চাপা কষ্ট থাকলেও ম্যাচে তার প্রভাব পড়েনি।
শনিবার আর্জেন্টিনায় মেসির নানা অ্যান্থনিও সুচিত্তিনি মারা যান। ৮০ বছর বয়সী অ্যান্থনিও শনিবার বেশি মাত্রায় অসুস্থ হয়ে পড়লে তাকে রোজারিওর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভর্তির কিছুক্ষণ পরই মারা যান তিনি।
জানা যায়, মেসির ফুটবল জীবনের প্রাথমিক পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন তার নানা-নানী। কারণ তারাই মেসিকে ফুটবল খেলার জন্য স্থানীয় ক্লাবে নিয়ে গিয়েছিলেন। বাকিটা ইতিহাস।
আকাশ নিউজ ডেস্ক 
























