আকাশ স্পোর্টস ডেস্ক:
গত পাঁচ মাস ইংল্যান্ড জাতীয় দলের বাইরে ছিলেন বেন স্টোকস। গত বছর সেপ্টেম্বরে ব্রিস্টলে একটি নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনার পর দলটির বিভিন্ন সিরিজের স্কোয়াডে থাকা সত্ত্বেও শেষে বাদ পড়ে গেছেন এই অলরাউন্ডর।
সম্প্রতি ব্রিস্টল ঘটনার শুনানিতে আদালত তাকে নির্দোষ ঘোষণা করায় এবার নিশ্চিন্তে যোগ দিয়েছেন ইংল্যান্ড দলে। সব ঠিক থাকলে আজ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন স্টোকস। ব্রিস্টলের ঘটনার পরই অ্যাশেজ দল থেকে বাদ পড়েন টেস্ট স্কোয়াডের সহ-অধিনায়ক স্টোকস।
এরপর আইনি জটিলতার কারণে পরবর্তীতে দলের ওয়ানডে ও টি ২০ স্কোয়াডে ডাক পেয়েও খেলতে পারেননি এই ২৬ বছর বয়সী। মাঝে অবশ্য নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। আর জাতীয় দলে ফেরার পর অনুশীলনে ফর্মে থাকার ইঙ্গিত দিচ্ছেন বলেই জানালেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগ্যান, ‘ও দারুণ টাচে আছে। স্কোয়াডে আসার পরই ও অনুশীলনে নেমে পড়েছে। নিজেকে খুঁজে পেয়েছে সে। এটা দেখতেও ভালো লাগে।’ ওয়েবসাইট
আকাশ নিউজ ডেস্ক 

























