আকাশ স্পোর্টস ডেস্ক:
পিঠে হালকা ব্যথার জন্য কেপটাউনে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি। তবুও জয় আটকায়নি ভারতের। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে বিরাট কোহলির ভারত। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন ভুবনেশ্বর কুমার। ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন সুরেশ রায়না।
ম্যাচ শেষে বিরাটের হাতে তুলে দেওয়া হল আইসিসি টেস্ট স্মারক । ৪৪ ম্যাচে ১২১ পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট র্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত। তাই আইসিসির তরফে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে থাকার জন্য কেপটাউনেই ভারত অধিনায়কের হাতে স্মারকতুলে দেওয়া হল। তাঁর সঙ্গে বিরাটের হাতে তুলে দেওয়া হয় ১ মিলিয়ন ডলার আর্থিক পুরষ্কারও।
অধিনায়ক হিসেবে বিরাট প্রথমবার আইসিসির টেস্ট স্মারক পান ২০১৬ সালের অক্টোবর মাসে। দ্বিতীয়বার এই সম্মান পাওয়ার পর বিরাট বলেছেন, ‘এটা আমাদের কাছে বিশেষ মুহূর্ত। এটা দলের সম্মিলিত লড়াইয়ের ফল। দলের সাপোর্ট স্টাফদেরও কৃতিত্ব দেব। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ভাল খেলাই আমাদের লক্ষ্য।’
বিরাট ছাড়াও আইসিসির টেস্ট স্মারক দু’বার পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১০ ও ১১–য় ধোনির ভারত এই স্মারক জিতেছিল। ওয়েবসাইট।
আকাশ নিউজ ডেস্ক 

























