অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেট শহরে দীঘির পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে সুবিদবাজার এলাকার দস্তিদার দীঘির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিমুল দেব (২১) সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় সুবিদবাজার এলাকার সুপারশপ তারাদিনের সামনে দুপক্ষের সংঘর্ষ হয়। এরই জেরে রাত ১২টার দিকে শিমুলকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করে। খবর পেয়ে রাতেই সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার দস্তিদার দিঘির সামনে থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সিলেট কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ফজলু নামে একজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 






















