নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রবীণ রাজনীতিক আব্বাস আলী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক বিবৃতিতে এ শোক ও দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি মরহুম আব্বাস আলী সরকারের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক শোক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রবীণ রাজনীতিক আব্বাস আলী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আব্বাস আলী সরকার (৭৫) গত শুক্রবার ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরেক শোক বার্তায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামাউল হক পিন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি সামাউল হক পিন্টুর রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামাউল হক (৬৫)। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























