অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের অধিকাংশই ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া কিছু ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























