আকাশ স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি ছাড়া বাঁচতে পারবে না ক্রিকেট। শুক্রবার কোয়েম্বাটোরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটি বলেন ভারতের সাবেক অধিনায়ক তথা সিএবি–র প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
কোনও বিশ্রাম ছাড়াই টানা খেলে যাচ্ছেন ক্রিকেটাররা, যার ফলে তাঁদের পারফর্ম্যান্সে প্রভাব পড়ছে। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ক্রিকেটের জন্যই টি-টোয়েন্টি জরুরি। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের পারফর্ম্যান্সের প্রশংসা করেন তিনি। তিনি আরও বলেন, নিজেদের প্রতিষ্ঠা করার জন্য নতুন ক্রিকেটারদের সেই জায়গাটা দেওয়া উচিত।
এশিয়ার অন্যতম সেরা সাবেক এ তারকা ক্রিকেটার আরও বলেন, বীরেন্দ্র শেহবাগ বা হরভজন সিং হতে গেলে হার্দিক পান্ডিয়া বা মণীশ পান্ডেকে সেই সুযোগ এবং সময়টা দিতে হবে। টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচের জন্য ধোনি অত্যন্ত ভালো খেলোয়াড়। তাঁর অবদান অনস্বীকার্য।
আকাশ নিউজ ডেস্ক 
























