আকাশ স্পোর্টস ডেস্ক:
গোল করেই চলেছেন মোহাম্মদ সালাহ। তার ডানায় চড়ে ছুটছে লিভারপুলের জয়রথ। স্বাভাবিকভাবেই শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ কোচ জার্গেন ক্লপ। সরাসরি বলেই ফেললেন বিশ্বের সেরা বাঁ পা সালাহর। তবে লিওনেল মেসিকে ভুলতে নিষেধ করেছেন তিনি।
লিভারপুলে প্রথম মৌসুম থেকেই আগুনে ফর্মে আছেন সালাহ। ইতালিয়ান ক্লাব রোমা থেকে এখানে আসার পর সব প্রতিযোগিতা মিলে করেছেন ৩০ গোল। এর মধ্যে ২২ গোল করেছেন প্রিমিয়ার লিগে। যার ১৯টিই এসেছে বাঁ পা থেকে।
ক্লপ বলছেন, সালাহ যা করছে তা বিস্ময় জাগানিয়া। তার বাঁ পায়ের কারিকুরিতে মুগ্ধ আমি। এ মুহূর্তে বিশ্ব ফুটবলে এ মিশরীয় ফুটবলারেরই বাঁ পা সেরা। একই সঙ্গে স্মরণে রাখতে হবে-এ দৌড়ে রয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ম্যাজিসিয়ান মেসি। তাকে সম্পূর্ণ ভুলে গেলে চলবে না।
প্রিমিয়ার লিগে সালাহর ২২ গোলের ২টি এসেছে ডান পা থেকে। আর ১টি হেডে। এতে রীতিমতো আশ্চর্য দ্য রেডস কোচ ক্লপ। জাতিতে এ জার্মান কোচ বলছেন, এটি খুবই বিস্ময়ের বিষয় যে, ডান পায়ে তার গোলের সংখ্যা খুবই কম। হেডেও ভুলে যাওয়ার মতো। তবে তার বাঁ পায়ের স্কিল অতুলনীয়।
শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহামের মুখোমুখি হবে লিভারপুল। এ ম্যাচে নিজের গোলের ট্যালিটা বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন সালাহ।
আকাশ নিউজ ডেস্ক 
























