অাকাশ বিনোদন ডেস্ক:
‘ভূমি’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন সঞ্জয় দত্ত। নিজের ৫৮তম জন্মদিনে (২৮ জুলাই) সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন সঞ্জয়।
‘ভূমি’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভুষন কুমার ও সন্দিপ সিং। এতে সঞ্জয়ের মেয়ে অদিতি রাও হায়দারি অভিনয় করেছেন। আগামী ২২ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।
সিনেমাটির পোস্টারে সঞ্জয়কে রক্তাক্ত ঠোঁঠে দেখা গেছে। ২০১৬ সালে পুনের একটি কারাগার থেকে মুক্তির পর ভূমি-ই হবে তার প্রথম চলচ্চিত্র। ২০১৪ সালে আমির খানের ‘পিকে’ সিনেমাতে সর্বশেষ পর্দায় সঞ্জয়কে দেখা গিয়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 






















