ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

১০২টি ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ড

আকাশ বিনোদন ডেস্ক:

অসাধারণ প্রতিভার অধিকারী সুচেতা সতিশ গান প্রিয় পরিবারের সন্তান। তাই চার বছর বয়স থেকে গান শেখা। এখন বয়স মাত্র ১২, দুবাইয়ের ইন্ডিয়ান হাই স্কুলের ৭ম গ্রেডের শিক্ষার্থী সে। ইতোমধ্যে ১০২টি ভাষায় গান শেখা হয়ে গেছে তার। আরো নতুন নতুন ভাষায় গান শিখছে। সম্প্রতি দুবাইয়ে সোয়া ৬ ঘণ্টার এক অনুষ্ঠানে ১০২টি ভাষায় গান গেয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে এই বালিকা।

চার বছর বয়সে প্রথম কর্নাটকি ভাষায় গান শেখে সে। হিন্দি ভাষাকেন্দ্রীক গান নিয়ে সে পড়াশুনা করছে। পাশাপাশি ২০১৬ সাল থেকে বিদেশি ভাষায় গান শিখছে। এক বছরের একটু বেশি সময়ে সে ৮০টি ভাষায় গান শিখেছে।

গিনেস বিশ্ব রেকর্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন ভাষায় গান গাওয়ার রেকর্ডও রয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের গান্ধী হিলের বাসিন্দা ড. কেসিরাজু শ্রীনিভাসের। ২০০৮ সালে ৭৬টি ভাষায় গান গেছে বিশ্ব রেকর্ড করেন তিনি।

গত ২৫ জানুয়ারি দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট অফিসে এক কনসার্টে গান গেয়ে আগত অতিথি ও শ্রোতাদের অবাক ও বিস্মিত করে দেয় সতিশ।

সে জানায়, আমার প্রথম বিদেশি গান জাপানি ভাষার। আমার বাবার জাপানি এক বন্ধু আমাদের বাসায় এসেছিলেন। তিনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ। তিনি জাপানি ভাষায় একটি গান গাইলে সেটি আমার পছন্দ হয় এবং গানটি আমি শিখে নেই।

সুচেতা জানায়, একটি গান শিখতে তার দুই ঘণ্টার কাছাকাছি সময় লাগে। যদি উচ্চারণ করা সহজ হয় তাহলে সেটি আমি আগে শিখি। যদি কোনো গান দীর্ঘ না হয়, তাহলে আধা ঘণ্টার মধ্যে শিখে ফেলি।

সাধারণত ফ্রান্স, হাঙ্গেরিয়ান ও জার্মানির গান শেখা খুব কঠিন। কিন্তু এ ধরনের গান শিখতেও তার দুই দিনের বেশি সময় লাগে না। মাওরি, আর্মেনিয়া ও স্লোভাকিয়ার গান হলো তার সবচেয়ে পছন্দের।

তার শেখা বিদেশি ভাষার গানের মধ্যে আজারবাইজান, বুলগেরিয়া, বাংলা, চেক, ডাচ, সুইডিশ, রোমানিয়া, উর্দু, কুর্দিশ, পশতু, তুর্কি, স্প্যানিশ, পর্তুগীজ, আরবি ও ইংরেজি উল্লেখযোগ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

১০২টি ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ড

আপডেট সময় ১০:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

অসাধারণ প্রতিভার অধিকারী সুচেতা সতিশ গান প্রিয় পরিবারের সন্তান। তাই চার বছর বয়স থেকে গান শেখা। এখন বয়স মাত্র ১২, দুবাইয়ের ইন্ডিয়ান হাই স্কুলের ৭ম গ্রেডের শিক্ষার্থী সে। ইতোমধ্যে ১০২টি ভাষায় গান শেখা হয়ে গেছে তার। আরো নতুন নতুন ভাষায় গান শিখছে। সম্প্রতি দুবাইয়ে সোয়া ৬ ঘণ্টার এক অনুষ্ঠানে ১০২টি ভাষায় গান গেয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে এই বালিকা।

চার বছর বয়সে প্রথম কর্নাটকি ভাষায় গান শেখে সে। হিন্দি ভাষাকেন্দ্রীক গান নিয়ে সে পড়াশুনা করছে। পাশাপাশি ২০১৬ সাল থেকে বিদেশি ভাষায় গান শিখছে। এক বছরের একটু বেশি সময়ে সে ৮০টি ভাষায় গান শিখেছে।

গিনেস বিশ্ব রেকর্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন ভাষায় গান গাওয়ার রেকর্ডও রয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের গান্ধী হিলের বাসিন্দা ড. কেসিরাজু শ্রীনিভাসের। ২০০৮ সালে ৭৬টি ভাষায় গান গেছে বিশ্ব রেকর্ড করেন তিনি।

গত ২৫ জানুয়ারি দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট অফিসে এক কনসার্টে গান গেয়ে আগত অতিথি ও শ্রোতাদের অবাক ও বিস্মিত করে দেয় সতিশ।

সে জানায়, আমার প্রথম বিদেশি গান জাপানি ভাষার। আমার বাবার জাপানি এক বন্ধু আমাদের বাসায় এসেছিলেন। তিনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ। তিনি জাপানি ভাষায় একটি গান গাইলে সেটি আমার পছন্দ হয় এবং গানটি আমি শিখে নেই।

সুচেতা জানায়, একটি গান শিখতে তার দুই ঘণ্টার কাছাকাছি সময় লাগে। যদি উচ্চারণ করা সহজ হয় তাহলে সেটি আমি আগে শিখি। যদি কোনো গান দীর্ঘ না হয়, তাহলে আধা ঘণ্টার মধ্যে শিখে ফেলি।

সাধারণত ফ্রান্স, হাঙ্গেরিয়ান ও জার্মানির গান শেখা খুব কঠিন। কিন্তু এ ধরনের গান শিখতেও তার দুই দিনের বেশি সময় লাগে না। মাওরি, আর্মেনিয়া ও স্লোভাকিয়ার গান হলো তার সবচেয়ে পছন্দের।

তার শেখা বিদেশি ভাষার গানের মধ্যে আজারবাইজান, বুলগেরিয়া, বাংলা, চেক, ডাচ, সুইডিশ, রোমানিয়া, উর্দু, কুর্দিশ, পশতু, তুর্কি, স্প্যানিশ, পর্তুগীজ, আরবি ও ইংরেজি উল্লেখযোগ্য।