আকাশ বিনোদন ডেস্ক:
কানাডায় মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় আলোচিত চলচ্চিত্র `ডুব`( নো বেড অফ রোসিস)। জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতে অভিনয় করেছেন ইরফান খান, তিশা, পারণো মিত্র, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কানাডার সাতটি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে। কানাডার যেসব শহরের সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে সেগুলো হলো- টোরেন্টো সিটি, ক্যালগারী, এডমন্টন, সাস্কাটন, রেজিনা, ভ্যানকাউভার এবং উইনিপ্যাগ এ।
ছবিটি কানাডায় মুক্তি দিচ্ছে আর.এস. মেডকম গ্রুপ। আর এস মেডকম গ্রুপ`র বাংলাদেশ প্রতিনিধি সাইফ চন্দন বলেন, `ডুব` ছবিটি কানাডার ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হচ্ছে। সেখানের বাংলাদেশি দর্শকরা ছবিটি দেখতে চায় বলেই আমাদের এই উদ্যোগ।
আকাশ নিউজ ডেস্ক 






















