আকাশ স্পোর্টস ডেস্ক:
টুর্নামেন্ট শুরুর আগেই চিন্তায় কলকাতা নাইটরাইডার্স। শুধু চিন্তা? অজি মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিনের চোটের পর একরকম ঘুম কেড়েছে কিং খানের দলের। কারণ তিনি এবার নাইটদের অন্যতম সেরা অস্ত্র।
তাকে ৯.৬ কোটি রুপিতে কিনেছে শাহরুখের দল? জ্যাক ক্যালিসরা চিন্তিত, এত টাকা পানিতে যাবে না তো! বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে বেশ চোট পান এই অজি তারকা। যার ফলে গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হয়েছে তাঁকে। ব্ল্যাক ক্যাপদের বিরুদ্ধে বাকি কোনও ম্যাচেই ক্রিসকে পাবে না ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা। চোট বেশ গুরুতর বলেই জানাচ্ছে অজি ম্যানেজমেন্ট।
কাঁধের ওই চোটের কারণে ইতিমধ্যেই পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেছেন লিন। তার চোট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা দলেরও। শোনা যাচ্ছে, স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পরই লিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে জ্যাক কালিসের দল।
গত জানুয়ারি আইপিএল নিলামে ৯.৬ কোটি রুপি দিয়ে ক্রিস লিনকে কিনেছিল নাইট শিবির। এমনকী এবার নাইটদের নেতৃত্ব দেওয়ায় দৌড়েও ছিলেন তিনি। শাহরুখের ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ইচ্ছাপ্রকাশও করেছিলেন লিন। তবে এসব কিছুতেই প্রশ্ন চিহ্ন ফেলে দিল ক্রিসের কাঁধের চোট।
আকাশ নিউজ ডেস্ক 
























