আকাশ বিনোদন ডেস্ক:
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে ইউটিউবে মুক্তি পেয়েছিল রোমান্টিক সব জুটির নাটক। এ দিবসে একটু বেশিই আলোচনায় থাকে স্বল্পদৈর্ঘ্যের নাটকগুলো। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ভালোবাসা দিবস উপলক্ষে এবারও পর্দায় কিংবা ইউটিউবে মুক্তি পেয়েছে অসংখ্য নাটক। এত নাটকের মধ্যে অসাধারণ গল্প আর রোমান্টিকতার মিশেলেই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে বেশকিছু নাটক। এর মধ্যে অন্যতম জোভান ও মেহজাবীনের ‘বেস্ট ফ্রেন্ড’।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায় নাটকটি। ইউটিউবে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে রোমান্টিক এই নাটক। আজ বুধবার
ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে এক নম্বরে পৌঁছেছে নাটকটি। এর আগে টানা ৪দিন নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। তখন শীর্ষে ছিল অপূর্ব ও মেহজাবীন জুটির ‘বেকার’। কিন্তু ৬ দিনের মাথায় শীর্ষস্থান দখল করেছে বেস্ট ফ্রেন্ড। মুক্তির ৬ দিনে নাটকটি এরই মধ্যে সাড়ে ১৩ লাখের উপরে দেখা হয়েছে।
নাটকটির নির্মাতা প্রবীর রায় চৌধুরী বলেন, ভালোবাসা দিবসের দিন টিভিতে প্রচারের পরপরই ইউটিউবে প্রকাশ পায় ‘বেস্ট ফ্রেন্ড’। তখন থেকেই প্রচুর ফিডব্যাক পাচ্ছি। আজ ইউটিউব জনপ্রিয়তায় আমার নাটকটি এক নম্বরে চলে আসায় খুবই আনন্দিত বোধ করছি।
নাটকটির গল্পে দেখা যাবে এক বন্ধুর মাধ্যমে শুভ ও ফারিয়ার পরিচয়। অল্প সময়েই সেটি রূপ নেয় ভালো বন্ধুত্বে। একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যান। হঠাৎ ফারিয়ার জীবনে আগমন ঘটে নতুন একজনের। তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ফারিয়া। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
আকাশ নিউজ ডেস্ক 






















