অাকাশ জাতীয় ডেস্ক:
নরসিংদীর মনোহরদীতে ডাকাতিকালে গ্রামবাসীর গনপিটুনিতে সিদ্দিক মিয়া (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বীর আহম্মদপুর এলাকার কলার বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক মিয়া উপজেলার পশ্চিম চালাকচর এলাকার সোনা মিয়ার ছেলে। তিনি ডাকাতির মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কিছুদিন যাবৎ প্রতিদিন ঢাকা মঠেখোলা সড়কে ডাকাতির ঘটনা ঘটে আসছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বুধবার রাতে সড়কের বীর আহম্মদপুর এলাকায় ডাকাতি কালে রাস্তায় চলাচলকারী এক লোক বিষয়টি দেখলে সে গ্রামের লোকজনকে জানায়। গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এসময় অন্যরা পালাতে পারলেও রোষনলে পড়ে সিদ্দিক মিয়া। জনসাধারনের গনপিটুনিতে সেখানেই তার মৃত্যু হয়।
মনোহরদী থানার এসআই জিন্নত আলী জিন্নাহ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























