আকাশ স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে সফরকারী ভারতকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টস হেরে আগে ব্যাট করতে নামা ভারতের দেওয়া ১৮৯ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই পেরিয়ে যায় প্রোটিয়ারা। ব্যাট হাতে ভারতীয় বোলারদের উপর তাণ্ডব চালান হেনরিখ ক্লাসেন ও জেপি ডুমিনি।সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক জেপি ডুমিনি। শুরুতেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার রোহিত শর্মা। তবে শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার ব্যাটে আশা খুঁজে পায় ভারত। দলীয় ৪৪ রানের মাথায় ২১ বলে ২৪ রান করে ফিরে যান ধাওয়ান। মাত্র ১ রান করেই ফিরে যান অধিনায়ক বিরাট কোহলিও। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।তবে সুরেশ রায়নার ৩১, মনিশ পাণ্ডের বিধ্বংসী ৪৮ বলে ৭৯ ও ধোনির ২৮ বলে ৫২ রানের ক্যামিওতে শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৮৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় সফরকারী ভারত।১৮৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকারও। ৩৮ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে দলটি। তবে ক্লাসেন ঝড়ে বদলে যায় চিত্রনাট্য। ম্যাচটি ভারতের হাত থেকে চলে যায় আফ্রিকার দখলে। তৃতীয় উইকেট জুটিতে ৯৩ রানের জুটি গড়ে আফ্রিকাকে জয়ের ভিত গড়ে দেন ক্ল্যাসেন ও ডুমিনি। দলীয় ১৩১ রানের মাথায় ৩০ বলে ৬৯ রান করে ফিরে যান ক্ল্যাসেন। তার ইনিংসে ৩টি চারের বিপরীতে ছিল ৭টি বিশাল ছক্কার মার।এরপর ডেভিড মিলারের দ্রুত বিদায়ের পর ফারহান বেহারদিয়েনকে নিয়ে বাকিটা সহজেই সারেন দলপতি ডুমিনি। জয়দেব উনাদকাটকে পরপর দুই ছক্কায় ম্যাচ শেষ করে দেওয়া ডুমিনি ৪০ বলে ৪টি চার ও ৩টি ছয়ের সাহায্যে করেন ৬৪ রান। টি-২০তে এটি তার দশম ফিফটি।৮ বল আর ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আফ্রিকা। ৪২ রান খরচায় ২ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার জয়দেব উনাদকাট। আগের ম্যাচে ত্রাস ছড়ানো যুজবেন্দ্র চাহাল ৪ ওভার হাত ঘুরিয়ে ৬৪ রান খরচায় ছিলেন উইকেটশুন্য।সেঞ্চুরিয়নে ৬ উইকেটে জিতে ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা। ম্যাচ ঘুরিয়ে দেওয়া ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন হেনরিখ ক্ল্যাসেন। আগামী রোববার নিউল্যান্ডসে শিরোপা নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৮৮/৪ (পান্ডে ৭৯*, ধোনি ৫২*; ডালা ২/২৮, ডুমিনি ১/১৩)
দক্ষিণ আফ্রিকা: ১৮.৪ ওভারে ১৮৯/৪ (ডুমিনি ৬৪*, ক্লাসেন ৬৯,উনাদকাট ২/৪২)
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা
আকাশ নিউজ ডেস্ক 
























