ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিজেদের পরিণতির কথা ভাবুন: আ.লীগকে ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেছেন, ‘নিজের দলের কথা ভাবুন। ক্ষমতার বাইরে গেলে আপনাদের কী হবে তা একবার ভাবুন। কোথায় গিয়ে দাঁড়াবেন সেটাও একবার ভাবুন। এই সস্তা কথা বলার কী দরকার, আসল জায়গায় আসুন।’ দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিএনপিকে নিয়ে নানা ধরনের কথা বলছেন। সবশেষ সোমবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার সাজার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় বিএনপি নেতাদের সমালোচনা করেন। কারণ তারেক রহমানেরও দুর্নীতির মামলায় সাজা হয়েছে। এটাকে বিএনপির দীনতা বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

এসব বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘নিজের পার্টির কথা ভাবুন। আসল জায়গা হলো, আপনারা যে কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন সেটা কীভাবে ফিরিয়ে দেবেন সেই কথা ভাবুন।’

সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘অহংকার, দাম্ভিকতা বাদ দিয়ে দেশকে রক্ষার জন্য, চলমান সংকট কাটিয়ে ওঠার জন্য দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসুন।’

ফখরুল বলেন, ‘আলোচনায় বসে কীভাবে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে এর ব্যবস্থা করুন।’ একইসঙ্গে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি করেন বিএনপি মহাসচিব।

সরকার ছলচাতুরি করে টিকে আছে মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের কাছে শক্তি আছে, অস্ত্র আছে, রাষ্ট্রযন্ত্র আছে। এগুলো দিয়ে যারা বিরোধী মতে কথা বলছে তাদের দমন করছে।’

সংকটকালীন মুহূর্তে বসবাস করছেন এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এই সংকট থেকে পরিত্রাণ পেতে জাতীয় ঐক্য সৃষ্টি করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ, দেশপ্রেমিক এবং গণতন্ত্রকামী মানুষ এগিয়ে আসুন।’

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সৈয়দ মোহাম্মদ ইবরাহীম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

নিজেদের পরিণতির কথা ভাবুন: আ.লীগকে ফখরুল

আপডেট সময় ০৪:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেছেন, ‘নিজের দলের কথা ভাবুন। ক্ষমতার বাইরে গেলে আপনাদের কী হবে তা একবার ভাবুন। কোথায় গিয়ে দাঁড়াবেন সেটাও একবার ভাবুন। এই সস্তা কথা বলার কী দরকার, আসল জায়গায় আসুন।’ দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিএনপিকে নিয়ে নানা ধরনের কথা বলছেন। সবশেষ সোমবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার সাজার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় বিএনপি নেতাদের সমালোচনা করেন। কারণ তারেক রহমানেরও দুর্নীতির মামলায় সাজা হয়েছে। এটাকে বিএনপির দীনতা বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

এসব বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘নিজের পার্টির কথা ভাবুন। আসল জায়গা হলো, আপনারা যে কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন সেটা কীভাবে ফিরিয়ে দেবেন সেই কথা ভাবুন।’

সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘অহংকার, দাম্ভিকতা বাদ দিয়ে দেশকে রক্ষার জন্য, চলমান সংকট কাটিয়ে ওঠার জন্য দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসুন।’

ফখরুল বলেন, ‘আলোচনায় বসে কীভাবে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে এর ব্যবস্থা করুন।’ একইসঙ্গে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি করেন বিএনপি মহাসচিব।

সরকার ছলচাতুরি করে টিকে আছে মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের কাছে শক্তি আছে, অস্ত্র আছে, রাষ্ট্রযন্ত্র আছে। এগুলো দিয়ে যারা বিরোধী মতে কথা বলছে তাদের দমন করছে।’

সংকটকালীন মুহূর্তে বসবাস করছেন এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এই সংকট থেকে পরিত্রাণ পেতে জাতীয় ঐক্য সৃষ্টি করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ, দেশপ্রেমিক এবং গণতন্ত্রকামী মানুষ এগিয়ে আসুন।’

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সৈয়দ মোহাম্মদ ইবরাহীম প্রমুখ।