অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণকে সঙ্গে নিয়ে জোর আন্দোলন গড়ে তোলা হবে। এজন্য রাজপথে গণতান্ত্রিক পন্থায় যা করার তাই করবে বিএনপি।
তিনি বলেন, মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দি খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী বলেও সরকারকে সতর্ক করেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। ‘মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ বাতিলের প্রতিবাদ’ শীর্ষক সভায় আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, শিরিন সুলতানা প্রমুখ।
নির্বাচন প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, বিএনপি কোনো পাতানো নির্বাচন চায় না। খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে যাবে না তার দল।
তিনি বলেন, নিবার্চনের সময় সহায়ক সরকার ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ৫ জানুয়ারির মতো আর নির্বাচন বাংলাদেশে হতে দেয়া যাবে না। যদি আওয়ামী লীগ তা করতে চায় তাহলে তা প্রতিরোধে বিএনপি এবং ২০ দল খালেদা জিয়ার অনুমতিক্রমে কর্মসূচি দেবে।
আকাশ নিউজ ডেস্ক 





















