অাকাশ জাতীয় ডেস্ক:
বিদেশ থেকে পাঠানো টাকা চাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে শ্বশুর শীষ মোহাম্মদকে (৬৭) কুপিয়ে খুন করেছে ছেলের বউ। রোববার দুপুরে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকআলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শীষ মোহাম্মদ চকআলমপুর গ্রামের মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শীষ মোহাম্মদের তিন ছেলে বিদেশে থাকেন। ছেলেদের পাঠানো টাকায় সংসার চলে তার। কিন্তু কিছুদিন ধরে তার খরচের জন্য মেজ ছেলে কামালের পাঠানো টাকা তিনি পাচ্ছিলেন না। কামালের বউ লিপি ও তার ছেলে লিটন এই টাকা নিজেদের কাছে রেখে দেয়।
শীষ মোহাম্মদ টেলিফোনে বিষয়টি তার ছেলে কামালকে জানালে ক্ষুব্ধ হয় লিপি ও লিটন। এর জের ধরে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শীষ মোহাম্মদকে হাসুয়া দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায় ছেলের বউ লিপি ও তার ছেলে লিটন।
পরে স্থানীয়রা শীষ মোহাম্মদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান শীষ মোহাম্মদ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, এই ঘটনায় নিহত শীষ মোহাম্মদের স্ত্রী সেফালী বেগম বাদী হয়ে ছেলের বউ লিপি ও নাতি লিটনকে আসামি করে একটি রোববার রাতে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























