অাকাশ জাতীয় ডেস্ক:
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে পারলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন নৌ পরবহনমন্ত্রী শাজাহান খান।
সোমবার জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে এক আলোচনা সভায় নৌ পরিবহনমন্ত্রী এসব কথা বলেন। ‘একুশে ফেব্রুয়ারি শহীদদের অনুপ্রেরণায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন।
অনুষ্ঠানে শাজাহান খান বলেন, বাঙালির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আগামী নির্বাচনে মূখ্য ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অন্যথায় দেশ আবার পিছিয়ে যাবে।
মন্ত্রী আরও বলেন, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে হলে মুক্তিযুদ্ধের সরকারের কোনো বিকল্প নেই। সারাবিশ্ব যেখানে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে সেখানে বিএনপি জামায়াত বিস্ময় প্রকাশ করছে। খালেদা জিয়া পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে মানুষ হত্যা করেছেন। নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছেন।
নৌমন্ত্রী বলেন, ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করা হয়েছে। সেদিন খালেদা জিয়াকে পরাজয় বরণ করে বাড়ি ফিরে যেতে হয়েছিল।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, এ বি এম সুলতান আহেমদ, শ্রমিক নেতা ওসমান আলী, বাংলাদেশ প্রজন্ম সংসদের সভাপতি এ এন এম ওয়ালীউর রহমান মোল্লা প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 





















