অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মালয়েশিয়ায় কর্মরত ই-কার্ড হোল্ডারদের বৈধকরণ প্রক্রিয়া জুনের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ৷
মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলী জানান, অভিবাসন তথ্যমতে ই-কার্ড হোল্ডারকর্মীদের চলতি বছরের ৩০ জুনের মধ্যেই বৈধকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷ অবৈধ পথে প্রবেশকারীদের জন্য গত বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ই-কার্ড প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল। এতে অবৈধ কর্মীদের নিয়োগদাতারা তাদের কর্মীদের পাসপোর্ট সংগ্রহের মাধ্যমে বৈধ করতে সক্ষম হন৷
মুস্তফার আলী জানান, ই-কার্ড হোল্ডারদের মধ্যে যারা বৈধতা পেতে যোগ্য নয় তাদের থ্রি প্লাস ওয়ান কর্মসূচির আওতায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে৷
জানা গেছে, ই-কার্ডের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে৷ ১৫ ফেব্রুয়ারির মধ্য যারা পাসপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
আকাশ নিউজ ডেস্ক 

























