অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় গুলজার হোসেন নামে এক মোটরসাইকেলচালক মারা গেছেন। নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব লোকনাথ টেক্সটাইলের সামনে শুক্রবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, একই উপজেলার শিলমান্দীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সাহেপ্রতাব যাচ্ছিলেন গুলজার হোসেন। পথে পেছনের দিক থেকে একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ তিনি মহাসড়কের পাশে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই চালক গুলজার মারা যান। এ সময় আশেপাশের লোকজন লাশ উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে আসেন।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক তদন্ত সালাহউদ্দিন আহমেদ জানান, নিহত মোটরসাইকেল চালক স্থানীয় শিলমান্দী গ্রামের কাজল মিয়ার পুত্র। তিন নিজ বাড়ি থেকে সাহেপ্রতাব যাচ্ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























