অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের হাকিমপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতকুড়ি রেলগেটের কাছে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত আফাজউদ্দীন (৮০) উপজেলার নওপাড়া গ্রামের মৃত ভেদল শেখের ছেলে।
হাকিমপুর উপজেলার হিলি জিআরপি ফাঁড়ির এসআই শাহ আলম জানান, রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। রোববার নিহত আফাজের লাশ ময়নাতদন্ত শেষে বিকালে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। পার্বতীপুর জিআরপি থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























