অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুনেকান্দা গ্রামে আপন চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হান্নান মাতুব্বর (৬০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাজী সাইদুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসাপাতালে পাঠানো হচ্ছে।
ভাঙ্গার আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর জানান, বাড়ির উঠানের সামনে ছোট- ছেলে মেয়েদের খেলা-ধুলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে আওয়াল মাতুব্বরের লাঠির আঘাতে চাচতো ভাই হান্নান মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























