অাকাশ জাতীয় ডেস্ক:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বেতনা নদীর চর থেকে ইসরাফিল সরদার নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। ইসরাফিল সরদার উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা গ্রামের মোসলেম সরদারের পুত্র।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নওয়াপড়া গ্রামের চণ্ডিতলায় সিরাজ ঢালীর মৎস্য ঘেরের পূর্ব পাশে বেতনা নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইসরাফিলের পরিবার বলছে, সে শুক্রবার বেলা ১১টার দিকে তার মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। তার মোটরভ্যানের কোন সন্ধান এখনও পাননি তার পরিবার।
তার পরিবার আরও জানায়, যেখানে তার লাশ পাওয়া গেছে, অর্থাৎ নওয়াপাড়া গ্রামেই তার শ্বশুর বাড়ি। কয়েক মাস আগে নওয়াপাড়া গ্রামের হাকিম গাজীর কন্যার সাথে তার বিয়ে হয়।
জানা গেছে, ইসরাফিলের স্ত্রী ঢাকায় গার্মেন্টেসে কাজ করেন। শ্বশুর শাশুড়িও ঢাকায় মুজুরি খাটেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























