ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

মিয়ানমারকে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া: জাতিসংঘ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমারের কাছে অস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া। এর মধ্যে রয়েছে ব্যালাস্টিক মিসাইলের মতো ব্যাপক ধ্বংস ক্ষমতার মারণাস্ত্রও। শুধু মিয়ানমার নয় সিরিয়াতেও অস্ত্র সরবরাহ করছে দেশটি। জাতিসংঘের স্বাধীন পর্যবেক্ষকদের এ সংক্রান্ত এক গোপন রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনের বরাত বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের প্রকাশিত ২১৩ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের প্রস্তাবনায় যেসব পণ্যসামগ্রী ও অস্ত্র রফতানি নিষিদ্ধ করেছে সংস্থাটি তার প্রায় সবগুলোর রপ্তানি অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির রাজস্ব আয় হয়েছে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৈশ্বিক তেল সরবরাহ, বিদেশি নাগরিকদের ব্যবহার করে, অফশোর কোম্পানির নিবন্ধন ও আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থাকে অবজ্ঞা করেছে উত্তর কোরিয়া। এছাড়া রপ্তানি নিষিদ্ধ কয়লা, লোহা ও স্টিলসহ বিভিন্ন ধরনের পণ্যও রপ্তানি করছে দেশটি।

রয়টার্স এর খবরে বলা হয়, জাতিসংঘের পর্যবেক্ষকরা বলছেন; উত্তর কোরিয়ার কাছ থেকে মিয়ানমারের ব্যালাস্টিক মিসাইল সিস্টেম সংগ্রহের প্রমাণ তাদের কাছে রয়েছে। উত্তর কোরিয়ার কাছ থেকে প্রচলিত অস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য রকেট ও ব্যালাস্টিক লাঞ্চার সংগ্রহ করেছে মিয়ানমার। বিভিন্ন কৌশল ও রুট ব্যবহার করে চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ভিয়েতনামেও কয়লা সরবরাহ করছে উত্তর কোরিয়া।

জাতিসংঘের পর্যবেক্ষকরা বলছেন, তারা ২০১২ সাল থেকে ২০১৭ সালের মধ্যে সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচির তদারকি প্রতিষ্ঠান সায়েন্টিফিক স্টাডিস এন্ড রিসার্চ সেন্টারের কাছে উত্তর কোরিয়ার পাঠানো ৪০ টিরও বেশি চালান খতিয়ে দেখছে।

তবে জাতিসংঘের মিয়ানমারের প্রতিনিধি হাউ দো সুয়ান রয়টার্সের কাছে দাবি করেছেন উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র ক্রয়-বিক্রয়ের কোনও কার্যক্রম চলমান নেই। এছাড়া উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবরোধ প্রস্তাব মেনে চলারও দাবি করেন মিয়ানমারের দূত।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর রক্তাক্ত অভিযান, জ্বালাও পোড়াওয়ে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হলেও তা বরাবরই অস্বীকার করছে দেশটি।

পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে বাধ্য করতে ২০০৬ সালে থেকে উত্তর কোরিয়ার ওপরে অব্যাহত অবরোধ আরোপ করে আসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

মিয়ানমারকে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া: জাতিসংঘ

আপডেট সময় ০৯:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমারের কাছে অস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া। এর মধ্যে রয়েছে ব্যালাস্টিক মিসাইলের মতো ব্যাপক ধ্বংস ক্ষমতার মারণাস্ত্রও। শুধু মিয়ানমার নয় সিরিয়াতেও অস্ত্র সরবরাহ করছে দেশটি। জাতিসংঘের স্বাধীন পর্যবেক্ষকদের এ সংক্রান্ত এক গোপন রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনের বরাত বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের প্রকাশিত ২১৩ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের প্রস্তাবনায় যেসব পণ্যসামগ্রী ও অস্ত্র রফতানি নিষিদ্ধ করেছে সংস্থাটি তার প্রায় সবগুলোর রপ্তানি অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির রাজস্ব আয় হয়েছে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৈশ্বিক তেল সরবরাহ, বিদেশি নাগরিকদের ব্যবহার করে, অফশোর কোম্পানির নিবন্ধন ও আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থাকে অবজ্ঞা করেছে উত্তর কোরিয়া। এছাড়া রপ্তানি নিষিদ্ধ কয়লা, লোহা ও স্টিলসহ বিভিন্ন ধরনের পণ্যও রপ্তানি করছে দেশটি।

রয়টার্স এর খবরে বলা হয়, জাতিসংঘের পর্যবেক্ষকরা বলছেন; উত্তর কোরিয়ার কাছ থেকে মিয়ানমারের ব্যালাস্টিক মিসাইল সিস্টেম সংগ্রহের প্রমাণ তাদের কাছে রয়েছে। উত্তর কোরিয়ার কাছ থেকে প্রচলিত অস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য রকেট ও ব্যালাস্টিক লাঞ্চার সংগ্রহ করেছে মিয়ানমার। বিভিন্ন কৌশল ও রুট ব্যবহার করে চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ভিয়েতনামেও কয়লা সরবরাহ করছে উত্তর কোরিয়া।

জাতিসংঘের পর্যবেক্ষকরা বলছেন, তারা ২০১২ সাল থেকে ২০১৭ সালের মধ্যে সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচির তদারকি প্রতিষ্ঠান সায়েন্টিফিক স্টাডিস এন্ড রিসার্চ সেন্টারের কাছে উত্তর কোরিয়ার পাঠানো ৪০ টিরও বেশি চালান খতিয়ে দেখছে।

তবে জাতিসংঘের মিয়ানমারের প্রতিনিধি হাউ দো সুয়ান রয়টার্সের কাছে দাবি করেছেন উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র ক্রয়-বিক্রয়ের কোনও কার্যক্রম চলমান নেই। এছাড়া উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবরোধ প্রস্তাব মেনে চলারও দাবি করেন মিয়ানমারের দূত।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর রক্তাক্ত অভিযান, জ্বালাও পোড়াওয়ে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হলেও তা বরাবরই অস্বীকার করছে দেশটি।

পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে বাধ্য করতে ২০০৬ সালে থেকে উত্তর কোরিয়ার ওপরে অব্যাহত অবরোধ আরোপ করে আসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।