অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনিতে ৯৫৫ শ্রমিক আটকেপড়ার পর তাদের উদ্ধারে অভিযান চলছে। খনি পরিচালন কোম্পানির এক মুখপাত্র বলেন, একটি লিফটে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হয়েছে। বুধবার রাত থেকে শ্রমিকরা ওই খনিতে আটকে আছেন।-খবর বিবিসি অনলাইন।
বিশ্বে স্বর্ণ উৎপাদনে দক্ষিণ আফ্রিকা নেতৃত্ব দিলেও কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। জোহানেসবার্গ থেকে ২৯০ কিলোমিটার দূরে ওয়েলকম শহরে বিয়াট্রিক্স স্বর্ণ খনি। সিবানি-স্টিলওয়াটার নামে এক কোম্পানি এটির তত্ত্বাবধান করছে বলে জানা যায়। খনিটির ২৩টি ভাগ রয়েছে এবং ভূমি থেকে এটি প্রায় এক হাজার মিটার গভীরে।
কোম্পানির মুখপাত্র জেমস ওয়েলস্টেড বলেন, আটকা পড়াদের কেউ খারাপ অবস্থায় আছে বলে এ পর্যন্ত কোনো আভাস পাওয়া যায়নি। বৃহস্পতিবার তাদের কাছে খাদ্য ও পানীয় পৌঁছানো হয়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 
























