অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা সারোয়ার-তামিম গ্রুপের সদস্য বলে দাবি করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, গান পাউডার, লিফলেট ও বই উদ্ধার করেছে।
শুক্রবার রাতে ফতুল্লা থানার বক্তাবলী খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, জঙ্গি সংগঠনের এসআর জনি, কামরুল ও আল আমিন ওরফে রাজিব।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আদমজী নগরীর র্যাব-১১ এর একটি দল বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে সারোয়ার-তামিম গ্রুপের তিন জঙ্গি নেতাকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, গান পাউডার, চাকু, লিফলেট ও বেশ কিছু বই উদ্ধার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























