অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের নান্দাইলে জাহেদা আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও (নদীরপাড়) গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের মেয়ে সে। মঙ্গলবার রাতে বসতঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানায়, কিশোরীর মা পাশের বাড়িতে মোবাইল ফোন চার্জ করে নিজ বাড়িতে এসে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তার মেয়ের লাশ দেখতে পান। পরে মায়ের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কাইয়ূম, মেম্বার এনাম উদ্দিন এনা ও কিশোরীর বড় ভাই নুরে আলমসহ পরিবারের লোকজনের ভাষ্য, পেটব্যথা সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে।
পরে তাদের সুপারিশে ময়নাতদন্ত ছাড়াই কিশোরীর লাশ দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু কিশোরীর মোবাইল ফোনে কিছু আলামতের বিষয় সন্দেহ হলে নান্দাইল মডেল থানা পুলিশের কাছে কিশোরীর বড় ভাইসহ মোবাইল ফোনটিকে নিয়ে যাওয়া হয়।
ওই ইউপি চেয়ারম্যান ও মেম্বার জানান, মেয়েটির বাবা নেই। তার ওপর টাকার অভাবে চিকিৎসা করতে কষ্ট হচ্ছিল। আর সেই ক্ষোভেই হয়তো মেয়েটি আত্মহত্যা করেছে- এমন ধারণায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়। কিন্তু পরে সন্দেহপ্রবণের বিষয়টি আরও গভীর হলে থানা পুলিশকে বিষয়টি আবার জানানো হয়।
নান্দাইল মডেল থানার ওসি মো. ইউনুস আলী জানান, প্রথমে অসুস্থার কারণে কিশোরী জাহেদা আক্তার আত্মহত্যা করে বলে জানতে পারি। পরে কিশোরীর ব্যবহার করা মোবাইল ফোনের বিষয়টি সন্দেহ হলে আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























