অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরের কালকিনিতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কয়ারিয়া এলাকার ছোটচড় কয়ারিয়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তাবারন নেছা (৪৮) ওই গ্রামের নূর আলমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার বিকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
কালকিনি থানার এসআই বাবুল বসু বলেন, ওই নারীর লাশ উদ্ধার করে বুধবার সকালে মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























