অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে আব্দুল বারেক (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার ভোররাতে বাংলাদেশ সীমান্তের ৩৮৩ নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে ধরে নিয়ে যান। বারেক উপজেলার রত্নাই মরাধার গ্রামের আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে।
বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউপির চেয়ারম্যান মো. আকালু জানান, বারেক গরু ব্যবসায়ী। তাকে রত্নাই সীমান্তের বড়কোট এলাকার ধলঞ্চা ব্রিজ থেকে বিএসএফ আটক করেছে। তবে এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান কিছু জানেন না বলে জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























