অাকাশ জাতীয় ডেস্ক:
নিখোঁজের পাঁচদিন পর কুমিল্লার মোস্তফা কামাল নামে এক যুবকের লাশ লক্ষ্মীপুরের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লক্ষীপুর সদর বাস টার্মিনাল এলাকার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মোস্তফা কামাল নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর গ্রামের আলী আজ্জমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার পরিদর্শক মো. আশরাফুল ইসলাম জানান, স্বজনরা লাশ শনাক্ত করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতের পরিবার জানায়, মোস্তফা ঢাকার ইসলামপুরে শুকরিয়া বস্ত্র বিতান নামে একটি দোকানে চাকরি করতেন। ২৫ জানুয়ারি সন্ধ্যায় তিনি ঢাকা থেকে বাড়িতে রওয়ানা হয়ে নিখোঁজ হন।
অনেক খোঁজার পর তার সন্ধান না পাওয়ায় দোকান মালিক ২৭ জানুয়ারি ঢাকা সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















