অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে নাশকতা মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত। নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
আরিফুল ইসলাম সোহেল (৪০) বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাহমিদা কাদের এ আদেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেলকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহীনুর আলম, সিনিয়র নায়েবে আমির আলী আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম ও বেলকুচি উপজলা আমির অধ্যাপক নূর-উন-নবী সরকার প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 
























