আকাশ স্পোর্টস ডেস্ক:
ঢাকঢোল পিটিয়ে হয়ে গেল আইপিএলের খেলোয়াড় নিলাম। এবারের নিলামে দল পাননি বিশ্ব কাঁপানো অনেক ক্রিকেটার। নিলামে নাম তোলা হলেও কোনো দলই তাদের কিনতে আগ্রহ প্রকাশ করেনি। সঙ্গত কারণে রয়ে গেছেন অবিক্রীত।
আগামী ৭ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের ১১তম আসর। মাল্টি মিলিয়ন ডলারের টুর্নামেন্টটি সামনে রেখে ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে হয়েছে নিলাম। এতে যেসব মহারথী অবিক্রীত রয়েছেন দৈনিক আকাশ পাঠকদের জন্য সে তালিকা তুলে ধরা হল-
দল পাননি যারা- জো রুট, হাশিম আমলা, কোরে অ্যান্ডারসন, ডেল স্টেইন, থিসারা পেরেরা, মার্টিন গাপটিল, লাসিথ মালিঙ্গা, তামিম ইকবাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, শন মার্শ, লেন্ডল সিমন্স, ইয়ান মরগান, আন্দ্রে ফ্লেচার, লুক রনচি, নাথান লায়ন, টিম সাউদি, মুরালি বিজয়, জশ হ্যাজেলউড, ইশান্ত শর্মা, মিচেল ম্যাক্লেঘান, জেমস ফকনার, পার্থিব প্যাটেল, মিচেল জনসন, স্যাম বিলিংস, ইশ সোধি, স্যামুয়েল বদ্রি, অ্যাডাম জাম্পা, বেন ম্যাকডার্মট, ট্রাভিস হেড, ময়েজেস হেনরিকস, বরুন অ্যারন,কেসরিক উইলিয়ামস, গুলবাদিন নায়েব, কুশল পেরেরা, ডেভিড উইলি, টম লাথাম, নাজিবুল্লাহ জাদরান।
আকাশ নিউজ ডেস্ক 

























