অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জনপ্রিয় খাবারের মধ্যে মাছ অন্যতম। আবার খাবারের পাশাপাশি অনেকে শখের বশেও পোষেন এই মাছ। সুন্দর রং বেরংয়ের মাছ এনে অ্যাকুরিয়ামে রেখে দেন। কিন্তু এই পোষা মাছের জন্য যে জেলে যেতে হবে তা কেউ ভেবেছিল? এমনই এক ঘটনা ঘটেছে ব্রিটিশ ভদ্রলোক জুয়ান ভেগা এর সাথে।
জানা গেছে, জুয়ান এক মহিলার সঙ্গে ঝগড়া করে রাগের মাথায় তার পোষা মাছটিকে মেরে ফেলেন, একেবারে দুই ভাগে কেটে ফেলেন তিনি। প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা প্রদর্শনের শাস্তি হিসাবে ১২০ দিনের জন্য জেলে পোরা হয়েছে জুয়ানকে।
বেশ কিছু দিন আগের ঘটনা এটি। বাড়িতে সমস্যা হওয়ার প্রেক্ষিতে একটি ফোন পায় ব্রিস্টলের পুলিশ। জুয়ান ওই নারীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি নিজেকে সামলাতে পারেননি। নিয়ন্ত্রণ হারান নিজের ওপর। ওই নারীর ৯ বছর বয়সী ছেলেটি পুলিশকে জানায়, জুয়ান তাদের বাড়ির পোষা মাছটিকে হত্যা করেছেন।
পরে আদালতে প্রসিকিউটর বলেন, মাছটিকে হত্যা করার ঘটনা ঘটেছে। যা শিশুটিকে মানসিক আঘাত দিয়েছে। পরে তাকে ১২০ দিনের জেল দেওয়া হয়।