অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার দুপুর ১২টার দিকে ভাঙ্গার তারাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত চালক জাকির হোসেন (৩২)নড়াইল জেলার পাইকড়ী গ্রামের হাচান মোল্লার ছেলে ও পদ্মা সেতু প্রজেক্টের ট্রাক ড্রাইভার।
ভাঙ্গার ট্রাফিক পুলিশ পরিদর্শক আরিফ হোসেন জানান, আড়িয়াল খাঁ এলাকা থেকে ট্রাকে করে রাস্তার বালি নেওয়া আনা করত। ওই স্থানে আসা মাত্র ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























