অাকাশ জাতীয় ডেস্ক:
নওগাঁয় ইট বোঝায় ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাখি মনি (২২) নামে এক গৃহবধূনিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রোববার দুপুর ১টার দিকে নওগাঁ-বদলগাছী রোডের সদর উপজেলার দারোগা ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ-বদলগাছী রোডের সদর উপজেলার কৃর্ত্তিপুর থেকে ইট বোঝায় ট্রাক্টর নওগাঁর দিকে যাচ্ছিল। অপরদিকে নওগাঁ থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে উপজেলার বক-পাহাড়পুর বাজারে যাচ্ছিল। পথিমথ্যে দারোগা ইটভাটার কাছে ইট বোঝায় ট্রাক্টরের সামনের ডান দিকে চাকা ফেটে ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ভ্যানসহ রাস্তার নিচে জমিতে উল্টে যায়। ঘটনাস্থলেই উপজেলার পাহাড়পুর গ্রামের মাহবুবের স্ত্রী রাখি মনি মারা যান। এসময় আরও দুইজন ভ্যানযাত্রী আহত হন। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ সদর থানার ওসি তোরিকুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে গেছে। নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে।
আকাশ নিউজ ডেস্ক 
























