অাকাশ জাতীয় ডেস্ক:
খালে মাছ ধরাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া পৌরসভারওয়ার্ড কাউন্সিলর শিবনাথ রায়কে (৫৮) পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভ্যানযোগে ছোটকালিয়া গ্রামের নিজ বাড়িতে যাওয়ার সময় কালিয়া-গোপালগঞ্জ সড়কের শামু দাইয়ের বাড়ির কাছে তাকে আহত করা হয়।
আহত কাউন্সিলর ছোট কালিয়া গ্রামের মৃত কুমদ রায়ের ছেলে। তিনি কালিয়া পৌর সভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর। তাকে উদ্ধার করে রাতেই কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কালিয়া পৌরাসভাধীন মির্জাপুর-কার্ত্তিকপুর খালে মাছ ধরাকে কেন্দ্র করে সিতারামপুর গ্রামের মবজেল শেখ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শিবনাথ রায় গ্রুপের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষ মুকিত শেখ, মবজেল শেখ ও দুলু শেখসহ ১০-১২জন তার ওপর হামলা করে বাম পা ভেঙ্গে দেয়।
এ বিষয়ে কালিয়া থানার ওসি শেখ শমসের আলী দৈনিক আকাশকে বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























